এত মাছের মৃত্যু আগে দেখেনি ডার্লিংপারের মানুষ
২৫ মার্চ, ২০২৩ ০৫:০৬ অপরাহ্ন

  

এত মাছের মৃত্যু আগে দেখেনি ডার্লিংপারের মানুষ

Online Reporter
১৮-০৩-২০২৩ ১২:৩৩ অপরাহ্ন
এত মাছের মৃত্যু আগে দেখেনি ডার্লিংপারের মানুষ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আউটব্যাক মেনিন্ডির ডার্লিং নদীতে অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। মনে করা হচ্ছে, প্রায় ১০ লাখ মাছ মারা গেছে। বিষয়টি উদ্বেগের সৃষ্টি করেছে।  

অস্ট্রেলিয়ার এই শহরটিতে মাত্র ৫০০ মানুষের বসবাস। অস্ট্রেলিয়ার ব্রোকেন হিল থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত শহরটি। এই অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মাছ মরার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়রা বলছেন, একবারে এত মাছের মৃত্যুর ঘটনা আগে কখনো ঘটেনি। 

অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজের একজন মুখপাত্র বলেছেন, ‘আনুমানিক এক মিলিয়ন মাছ, বিশেষ করে বড় প্রজাতির মাছ, যেমন বনি হেরিং, মারে কড, গোল্ডেন পার্চে, সিলভার পার্থ এবং কার্প ইত্যাদি মাছ।’

তবে কর্তৃপক্ষ বলছে, চলমান দাবদাহের প্রভাবে ডার্লিং নদীতে এ অবস্থার তৈরি হয়েছে। তাপপ্রবাহ, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং পরিবেশগত চাপের কারণে এমনটা হয়েছে। 

জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরো ঘন, আরো তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতোমধ্যেই প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। শনিবার মেনিন্দিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট 

 
 

Online Reporter ১৮-০৩-২০২৩ ১২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 9 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com