রাত পোহালেই দীর্ঘ অপেক্ষার পালা শেষ হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত অলিম্পিয়াড-এ মেধাভিত্তিক পুরস্কার পাচ্ছে ১৮ শিক্ষার্থী। কিন্তু তার আগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী থেকে মেধা যাচাই শেষে তিন ধাপ পেরিয়ে বিজয়ী হয় এই ১৮ জন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই ১৮ জনের হাতে পুরস্কার তুলে দেবেন। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন আয়োজিত অলিম্পিয়াড-২০২২ এর বিজয়ীদের নিয়ে শ্বাসরুদ্ধকর সেই মাহেন্দ্রক্ষণ।
আয়োজক কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ জানান, গত বছরের অক্টোবর মাসজুড়ে চাঁদপুরের ৮৯টি ইউনিয়ন, ৮ উপজেলা এবং ৭ পৌরসভার মাধ্যমিক পর্যায়ের ৩৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান জেলা প্রশাসন আয়োজিত এই অলিম্পিয়াড-এ অংশ নেয়। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ছিল। যাদের মধ্যে সপ্তম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি বানান এবং নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা রসায়ন, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে এই অলিম্পিয়াড-এ অংশ নেয়।
বশির আহমেদ আরো জানান মেধাভিত্তিক এমন প্রতিযোগিতার তিন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী চুড়ান্ত বিজয় লাভ করে। যাদের হাতে তুলে দেওয়া হবে সনদপত্র ও শিক্ষা সহায়ক অনুদান। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেবেন।
এদিকে, ভিন্নধর্মী এমন অলিম্পিয়াড আয়োজন সম্পর্কে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, গত দেড়যুগ ধরে বাংলাদেশের আর্থসামাজিক প্রগতি যে হারে উন্নীত হয়েছে। সেখানে দক্ষ মানবসম্পদ চালিকাশক্তি না হলে উন্নয়নের এই অগ্রযাত্রা থমকে যাবে। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চতুর্থ শিক্ষা বিপ্লব বাস্তবায়নে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।