‘উই আর বেটার সাইড ইউ নো’- ব্রিটিশ সাংবাদিককে মিরাজের জবাব
২৫ মার্চ, ২০২৩ ০৪:৫৫ অপরাহ্ন

  

‘উই আর বেটার সাইড ইউ নো’- ব্রিটিশ সাংবাদিককে মিরাজের জবাব

Online Reporter
১৩-০৩-২০২৩ ১২:৪৫ অপরাহ্ন
‘উই আর বেটার সাইড ইউ নো’- ব্রিটিশ সাংবাদিককে মিরাজের জবাব

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। বল হাতে ১২ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং উপহার দিয়েছেন। ব্যাট হাতে খেলেছেন ১৬ বলে ২০ রানের কার্যকর ইনিংস। এরপর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে প্রকাশ করেছেন উচ্ছ্বাস। তবে ব্রিটিশ সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি যেভাবে দিয়েছেন, সেটাই উঠে এসেছে আলোচনায়।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কাভার করতে এসেছেন জনা ছয়েক ব্রিটিশ সাংবাদিক। তাদেরই একজন আজ সংবাদ সম্মেলনে মিরাজকে প্রশ্ন করেন, বেশ কিছু খেলোয়াড়কে রেখে সফরে আসা ইংল্যান্ড বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে কি না? জবাবে মিরাজ বলেন, ‘তারা হয়তো কিছু প্লেয়ারকে বিশ্রাম দিয়েছে। এটি আমাদের জন্য ভালো সুযোগ। তো আমরা খুবই খুশি এবং এই মুহূর্ত নিয়ে গর্বিত।’

সেই সাংবাদিক ফের প্রশ্ন করেন, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে কি না? এই প্রশ্নে মিরাজের জবাব, ‘ইনশাআল্লাহ্‌ আমরা চেষ্টা করব। কারণ ভালো সুযোগ আমাদের জন্য। আমরা যদি মাঠে ভালো খেলতে পারি তাহলে আমরা পরের ম্যাচে ভালো করতে পারব। উই আর বেটার সাইড ইউ নো। আমাদের ভালো দল। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা সামনের দিকে তাকাচ্ছি। সামনের ম্যাচ কিভাবে জেতা যায় তা নিয়ে ভাবছি না আমরা। আমরা ইতিবাচক থেকে সামনের ম্যাচে কিভাবে আরো ভালো খেলা যায় তা ভাবছি।’

 
 

Online Reporter ১৩-০৩-২০২৩ ১২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 13 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com