অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবে বাংলাদেশিরা : মোনাশ সিইও
২৫ মার্চ, ২০২৩ ০৩:৫৯ অপরাহ্ন

  

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবে বাংলাদেশিরা : মোনাশ সিইও

Online Reporter
১২-০৩-২০২৩ ১১:০৭ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবে বাংলাদেশিরা : মোনাশ সিইও

বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক জো মিথেন। 

তিনি জানান, সেখানে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি বৈশ্বিক পরিবারের অংশ হওয়ার সুযোগও থাকবে। অস্ট্রেলিয়া মানসম্পন্ন শিক্ষা এবং নতুন প্রজন্মের বিশেষজ্ঞ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (১১ মার্চ) এসটিএস গ্রুপের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানিয়ে বলা হয়, সম্প্রতি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) ক্যাম্পাস পরিদর্শনকালে মোনাশের নির্বাহী পরিচালক এমন মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শিক্ষার মান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও কাজের সুযোগের কারণে সাম্প্রতিক সময়ে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

জো মিথেনের ক্যাম্পাস পরিদর্শন উপলক্ষে ইউজিসিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে মোনাস কলেজ অস্ট্রেলিয়ার উপ-উপাচার্য ম্যাথিউ নিকোলসন, ইউসিবি উপাচার্য অধ্যাপক হিউ গিল, এসটিএস গ্রুপের চেয়ারম্যান বর বুন্দানমাল, প্রধান নির্বাহী মানস সিং, পরিচালক জারিফ মুনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
 

Online Reporter ১২-০৩-২০২৩ ১১:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 12 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com