দামুড়হুদা সীমান্ত থেকে ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার
২৫ মার্চ, ২০২৩ ০৫:৪৯ অপরাহ্ন

  

দামুড়হুদা সীমান্ত থেকে ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার

Online Reporter
০১-০২-২০২৩ ০১:১১ অপরাহ্ন
দামুড়হুদা সীমান্ত থেকে ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ছয়টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী সীমান্তের  বাংলাদেশের অভ্যন্তর থেকে এই ইয়ারগান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবির) পরিচালক শাহ মো. ইশতিয়াক রাত সাড়ে ৯টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির রাত্রীকালীন টহল কমান্ডার নায়েব সুবেদার ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। তিনি সীমান্তের ৮৬ নম্বর পিলারের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেদেপোতা মাঠ নামক স্থানে অবস্থান নেন। এ সময় সন্ধ্যা ৭টার দিকে দুজন ব্যক্তি দুটি কার্টুন মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদেরকে  ধাওয়া দিলে তারা কার্টুন ফেলে দৌড়ে ভুট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যান।পরে  বিজিবি দুটি কার্টুনের মধ্যে থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ার গান উদ্ধার করে। 

এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলাসহ এয়ারগানগুলো জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি। 


Online Reporter ০১-০২-২০২৩ ০১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 35 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com