ফোর্বসের তালিকায় ৯ নম্বরে আদানি, ১ দিনে খুইয়েছেন ২.৫ বিলিয়ন ডলার
২৫ মার্চ, ২০২৩ ০৪:৪০ অপরাহ্ন

  

ফোর্বসের তালিকায় ৯ নম্বরে আদানি, ১ দিনে খুইয়েছেন ২.৫ বিলিয়ন ডলার

Online Reporter
০১-০২-২০২৩ ০১:০২ অপরাহ্ন
ফোর্বসের তালিকায় ৯ নম্বরে আদানি, ১ দিনে খুইয়েছেন ২.৫ বিলিয়ন ডলার

হিনডেনবার্গ রিসার্চের একটি বিশেষ প্রতিবেদনের পর বেশ ভালো বিপদেই পড়েছেন ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি। আদানিগোষ্ঠীর শেয়ারমূল্যে রীতিমতো ধস নেমেছে। এতে তিনি ফোর্বসের ধনীদের তালিকায় ৯ নম্বরে নেমে গেছেন। 

ফোর্বসের তালিকায় দেখা গেছে, বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকায় ৯ নম্বরে গৌতম আদানি। তার বর্তমান সম্পদের পরিমাণ ৮৫.৭ বিলিয়ন ডলার। এক দিনের ব্যবধানে তার সম্পদ কমেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। এই তালিকায় আদানির আরো অবনমন হবে বলেই শঙ্কা প্রকাশ করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

এদিকে ব্লুমবার্গের সেরা ধনীর তালিকায় আদানির অবনমন হয়েছে। সেই ইনডেক্সে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। বর্তমানে বিশ্ব ধনীর তালিকায় তিনি আছেন ১১ নম্বরে।

সূত্র : ফোর্বস, ব্লুমবার্গ 

 
  •  

Online Reporter ০১-০২-২০২৩ ০১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 34 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com