ইসরাইলিদের হামলায় এ বছর ১০০ ফিলিস্তিনির মৃত্যু
২৫ মার্চ, ২০২৩ ০৪:০৭ অপরাহ্ন

  

ইসরাইলিদের হামলায় এ বছর ১০০ ফিলিস্তিনির মৃত্যু

MD. RAQIB HOSSAIN
০২-১০-২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন
ইসরাইলিদের হামলায় এ বছর ১০০ ফিলিস্তিনির মৃত্যু

ইসরাইলি সেনাবাহিনী ও উগ্রপন্থি বেসামরিক ইসরাইলিদের হামলায় এ বছর দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷ 

গণমাধ্যম বিবিসি তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার এমন তথ্য জানিয়েছে। 

২০২২ সালের প্রথম ১০ মাসেই ১০০ জনেরও বেশি প্রাণ হারানোর মাধ্যমে, ২০১৫ সালের পর ইসরাইলি দখলদারদের হামলায় ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল।

গত সপ্তাহে জেনিনে একটি বাড়িতে ট্যাংক বিধ্বংসী মিসাইল হামলা চালায় দখলদার ইসরাইলি সেনারা৷ এতে চারজন নিহত হন৷ যা এ বছরে জেরুজালেমে একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা। 

এদিকে এ বছর ফিলিস্তিনিদের ওপর ইসরাইল হামলা চালানো বাড়িয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো৷ কিন্তু তা স্বত্ত্বেও নিজেদের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরাইল৷ 

সূত্র:  বিবিসি


MD. RAQIB HOSSAIN ০২-১০-২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 77 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com