আইফোন নিয়ে আসছে সাশ্রয়ী ফাইভ-জি ফোন
২৫ মার্চ, ২০২৩ ০৪:৪৫ অপরাহ্ন

  

আইফোন নিয়ে আসছে সাশ্রয়ী ফাইভ-জি ফোন

Online Reporter
১০-০১-২০২২ ০৬:৫৩ অপরাহ্ন
আইফোন নিয়ে আসছে সাশ্রয়ী ফাইভ-জি ফোন

আগামী মার্চ নাগাদ বাজারে আসতে পারে অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী ফোন ‘এসই’ সিরিজের নতুন সংস্করণ।  ব্লুমবার্গের মার্ক গুরম্যান তার সাম্প্রতিক নিউজলেটারে জানিয়েছেন, অ্যাপলের তৃতীয় প্রজন্মের আইফোন এসই সিরিজ এ বছরের মার্চ কিংবা এপ্রিলের মধ্যে আসতে পারে।  আগের গুঞ্জন অনুসারে অ্যাপলের নতুন এই এসই সিরিজটি আগের মতোই আইফোন এইটের ডিজাইনের মতো হবে। সঙ্গে যোগ হবে ফাইভ-জি আর নতুন প্রসেসর। 

এ ছাড়া আর কোনও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানায় সংবাদ মাধ্যম এনগেজেট। তবে যদি এতে এর স্টোরেজ ১২৮ গিগা এবং আইফোন এইটের মতো উন্নত ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয় তাহলে সেটা বেশ বিস্ময়করই হবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।  অবশ্য এমন সাশ্রয়ী ফোনে এ ধরনের সংযোজনের সম্ভাবনা খুবই কম।  তবে ফাইভ-জি ব্যবহারের জন্য বড় ব্যাটারির প্রয়োজন হবে।

আর ফাঁস হওয়া তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে যারা নতুন স্ক্রিন ডিজাইন আশা করছিলেন, তারা একটু হতাশ হবেন। এটি হয়তো আগের মতোই ছোটো স্ক্রিনের হতে পারে। 

বর্তমান আইফোন এসই সিরিজের বাজার মূল্য ৩৯৯ ডলার।  আর নতুন মডেলের ফোনের দাম একটু বেশি হতে পারে।


Online Reporter ১০-০১-২০২২ ০৬:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 222 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com