দুই মেয়াদে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কুদ্দুস শিকদার
২৫ মার্চ, ২০২৩ ০৪:০৩ অপরাহ্ন

  

দুই মেয়াদে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কুদ্দুস শিকদার

Online Reporter
১৪-০৯-২০২১ ০১:৩৩ পূর্বাহ্ন
দুই মেয়াদে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কুদ্দুস শিকদার
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস শিকদার। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মনোবিজ্ঞান বিভাগের একটি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা কলেজের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে গত ১ সেপ্টেম্বর সাতটি পদের বিপরীতে ১৪ জন শিক্ষক মনোনয়নপত্র দাখিল করেন। আর পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও উপাধ্যক্ষ এটিএম মাইনুল হোসেন যথাক্রমে সভাপতি ও সহ-সভাপতির হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দুই পদে নির্বাচন হয়নি। জানা যায়, শিক্ষক পরিষদ নির্বাচনে ২২৩ জন ভোটারের বিপরীতে ২১৩ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরিষদে সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রথম নির্বাহী সদস্য ফারুক হোসেন। যার প্রাপ্ত ভোট ১৬৫। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন প্রার্থী। ড. আব্দুল কুদ্দুস সিকদার পেয়েছেন ৯৩ টি ভোট, অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভীন সুলতানা হায়দার পেয়েছেন ৭৬ ভোট, এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর মিয়া পেয়েছেন ৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় কুদ্দুস শিকদার জানান, এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হলাম। আগের চেয়ে এবারের চ্যালেঞ্জ তারও বেশি। ছাত্রদের চলমান ও যাবতীয় সংকট নিরসনে কাজ করবো। এছাড়াও দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়ার বিষয়ে তৎপর হবো। যুগ্ম সাধারণ সম্পাদক ১৫৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন উদ্দিন পেয়েছেন ৬৪ টি ভোট। কোষাধ্যক্ষ পদে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবাইদুল করিম এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ পেয়েছেন ৫২ ভোট। সেবা ও প্রকাশনা সম্পাদক পদে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন। তার বিপরীতে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আফরোজা পেয়েছেন ৯৮ ভোট। ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর হাসান। তিনি পেয়েছেন ১৪৪ ভোট এবং তার বিপরীত প্রার্থী ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শ্রাবণী ধর। পেয়েছেন ৬৮ভোট। নির্বাহী সদস্য দুইজনের বিপরীতে লড়ছেন তিন প্রতিদ্বন্দ্বী। এরমধ্যে প্রথম নির্বাহী সদস্য হিসেবে সর্বাধিক ভোট পেয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৬৫। আর দ্বিতীয় নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন। তিনি ১৩২ টি পেয়ে জয়লাভ করেন। এবং অপর প্রার্থী সহকারী অধ্যাপক নকুল চন্দ্র পাল পেয়েছেন ১১৬ টি ভোট। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক পূরঞ্জয় বিশ্বাস বলেন, সকাল দশটা থেকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন চলছে। শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত নির্বাচন হয়েছে। ২২৩ জন ভোটারের মধ্যে ২১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Online Reporter ১৪-০৯-২০২১ ০১:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 395 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com