৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
২৫ মার্চ, ২০২৩ ০৫:১৪ অপরাহ্ন

  

৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

Online Reporter
১০-০৯-২০২১ ০২:২১ অপরাহ্ন
৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
৪২তম বিসিএস (বিশেষ) এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সুপারিশ পেয়েছেন ৪ হাজার জন। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টায় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে। দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয় গত ২৬ ফেব্রুয়ারি। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।

Online Reporter ১০-০৯-২০২১ ০২:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 278 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   শামস লিভিং, শহীদবাগ, ঢাকা
(রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেইটের বিপরীতে)
মোবাইল :   ০১৬১৬-১০৪৪৯৮
  ইমেল :   info@shikkharalo24.com